সোমবার, ৩১ জানুয়ারী, ২০১১

উলুল আমর বলতে কাকে বুঝানো হয়েছে ?


প্রশ্নঃ       আল্লাহ তায়ালা বলেন , তোমরা আল্লাহ , তাঁর রাসূল ও উলুল আমরের আনূগত্য কর উলুল আমর বলতে কাকে বুঝানো হয়েছে ? তারা কি একাধিক হবেন ?

উত্তরঃ      এর দ্বারা ইসলামী রাষ্ট্রের ও ইসলামী সংগঠনের মুহাদ্দিছ-আমীর , ফক্বীহ ও মুত্তাকী আলেম গণকে বুঝানো হয়েছে যারা আল্লাহর আনুগত্য এবং তার নবীর সহীহ সুন্নাহ মোতাবেক মানুষকে সৎ পখে চলার আদেশ দেন তারাই উলুল আমরের অন্তর্ভূক্ত (তাফসীরে ইবনে কাছীর , সূরা নিসা ৫৯ দ্রঃ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন