সোমবার, ২৪ জানুয়ারী, ২০১১

মাসিক অবস্থায় মেয়েরা মুখস্ত কুরআন তেলাওয়াত করতে পারবে না ।


প্রশ্নঃ       এনটিভির প্রশ্নোত্তরে বলা হয়েছে মাসিক অবস্থায় মেয়েরা মুখস্ত কুরআন তেলাওয়াত করতে পারবে না তবে দোয়া দরুদ পড়তে পারবে উক্ত ফয়সালা কি সঠিক হয়েছে ?

উত্তরঃ      উক্ত ফয়সালা সঠিক হয়নি কারণ ঋতু অবস্থায় সালাত আদায় করা ও ত্বাওয়াফ করা যায় না (বুখারী হা/৩০৫-) ইবনে আব্বাস (রাঃ) অপবিত্র ব্যক্তির জন্য কুরআন পাঠ করাকে কোর দোষের কাজ মনে করতেন না নবী করীম (সাঃ) সর্বাবস্থায় আল্লাহর জিকির করতেন (বুখারী ঋতু অধ্যায় , ঋতুবতী নারী ত্বাওয়াফ ব্যতীত হজ্জের যাবতীয় বিধান পালন করবে, অনুচ্ছেদ ) অতএব স্পর্শ না করে জুনুবী অবস্থায় মুখস্ত কুরআন পড়তে পারবে উল্লেখ্য যে , ঋতুবতী এবং জুনুবী কুরআন পড়তে পারে না মর্মে বর্ণিত হাদীসটি মুনকার ও বাতিল (আলবনী , তাহক্বীক্ব মিশকাত হা/৪৬১)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন