প্রশ্নঃ কোন কোন জায়গায় রাসূলুল্লাহ (সাঃ) সম্মিলিত মুনাজাত করেছেন ?
উত্তরঃ বৃষ্টির পানি চাওয়ার জন্য ও কুনুতে নাযেলার সময় ইমাম ও মুক্তাদী সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করেছেন ( আবু দাউদ , মিশকাত হা/১৫০৮ ; আলবানী , ছিফাতু সালাতিন নাবী পৃঃ১৫৯ ) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন