প্রশ্নঃ রাসূলুল্লাহ (সাঃ) একই পণ্যে দুই ধরনের ব্যবসা নিষেধ করেছেন । এক্ষণে নগদ ও বাকী বিক্রয়ের ক্ষেত্রে মূল্যের কমবেশী করা যাবে কি ?
উত্তরঃ উক্ত প্রশ্ন সঠিক হয়নি । বরং একই কেনা-বেচার মধ্যে দু’টি শর্ত নিষেধ করা হয়েছে ( সহীহ তিরমিযী হা/১২৩৪ ; সহীহ আবু দাউদ হা/৩৫০৪) । ফলে একই পণ্যে নগদে এক মূল্য আর বাকীতে এক মূল্য পৃথক করা থাকলে তাতে কোন সমস্যা নেই । কারণ এরুপ ক্রয়-বিক্রয় একই বেচা-কেনার মধ্যে শামিল নয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন