প্রশ্নঃ আছরের সালাতের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কোনো কাযা সালাত আদায় করা যাবে কি ?
উত্তরঃ কোনো ফরজ সালাত ছুটে গেলে যখন স্মরণ হবে তখন আদায় করে নিবে । কারণ ফরজ সালাত আদায়ের ব্যাপারে বিলম্বের কোনো সুযোগ নেই । আনাস ( রাঃ ) বলেন , রাসূলুল্লাহ ( ছাঃ ) বলেছেন , ‘কোন ব্যক্তি যদি সালাত পড়তে ভুলে যায় অথবা সালাত রেখে ঘুমিয়ে যায় , তাহলে তার কাফফারা হচ্ছে যখন স্মরণ হবে তখন আদায় করে নিবে ( বুখারী , মুসলিম , মিসকাত হা/৬০৩ ) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন