প্রশ্নঃ শাওয়ালের ছয়টি সিয়াম পালন করার পর বিভিন্ন স্থানে মিষ্টি মুখ করে ঈদ পালন করা হয় । এটা কি শরী‘আত সম্মত ?
উত্তরঃ এটা শরী‘আতের নামে নতুন আবিস্কার , যা পরিত্যাজ্য । নবী (সাঃ) বলেছেন , ‘কোন ব্যক্তি এমন আমল করে যার ব্যাপারে আমার কোন নির্দেশনা নেই , তা পরিত্যাজ্য’ (বুখারী ২/১০৯২ পৃঃ) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন