সোমবার, ৩১ জানুয়ারী, ২০১১

কাতারের মাঝখানে পিলার বা দেওয়াল


প্রশ্নঃ       কাতারের মাঝখানে পিলার বা দেওয়াল রেখে সালাত আদায় করা যাবে কি ?

উত্তরঃ      যাবে না কারণ রাসূল (সাঃ) এতে নিষেধ করেছেন (সহীহ ইবনু মাজাহ হা/১০০২) তবে লোক সমাগম বেশি হওয়ার কারণে স্থান সংকুলান না হলে বাধ্য হয়ে দাঁড়ানো যেতে পারে (সহীহ তিরমিযী হা/২২৯ , সনদ সহীহ) উল্লেখ্য , পিলারের মাঝে কেউ একাকী সালাত আদায় করলে অথবা ইমাম একা দাঁড়ালে কোন সমস্যা নেই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন