রবিবার, ৩০ জানুয়ারী, ২০১১

এজন্য তিনি গোনাহগার হবেন কি ?


প্রশ্নঃ       আমার বন্ধু একজন সরকারী কর্মচারী সরকারী নির্দেশমতে তাকে মন্দির ও মাজারে ব্লিচিং পাউডার ছড়াতে হয় শিরকের কেন্দ্রে এসব কাজ করতে তার ঈমান বাধা দেয় কিন্তু বাধ্য হয়ে করেন এজন্য তিনি গোনাহগার হবেন কি ?

উত্তরঃ      পাপের কাজে সাহায্য করা অবশ্যই পাপ আল্লাহ বলেন , তোমরা সৎকর্মে ও আল্লাহভীরুতার কাজে পরস্পরকে সাহায্য কর এবং পাপ ও সীমালংঘনের কাজে সাহয্য করো না (মায়েদাহ-) তবে এ কাজে তার বিবেকে বাধা দেয়াটা ঈমানের পরিচয় তাকে দ্রুত এ চাকরী ছেড়ে অন্য কোন নিরাপদ ও হালাল পেশা গ্রহন করতে হবে নইলে এক সময় তার অন্তরে পাপের অনুভূতিটুকুও নষ্ট হয়ে যাবে যা তাকে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ বলেন , হে ঈমানদারগণ ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথে থাক (তওবা-১১৯)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন