সোমবার, ৩১ জানুয়ারী, ২০১১

বারবার তওবা করে বারবার গুনাহে লিপ্ত


প্রশ্নঃ       বারবার তওবা করে বারবার গুনাহে লিপ্ত হলে তওবা কবুল হবে কি ?

উত্তরঃ      বারবার তওবা করেও যদি কেউ একই গুনাহে জড়িত হয় তাহলে মনে করতে হবে যে , তার তওবা শর্ত মাফিক হচ্ছে না এর পরেও তওবার দরজা আল্লাহ খুলে রেখেছেন বান্দা যতই গোনাহ করুক অনুতপ্ত হয়ে পুনরায় সেই পাপ করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করবেন রাসূলুল্লাহ (সাঃ) বলেন , আল্লাহ তার বান্দার তওবা কবুল করেন তার মৃত্যু লক্ষণ প্রকাশ পাওয়া পর্য্ ন্ত (তিরমিযী , ইবনু মাজাহ , মিশকাত হা/২৩৪৩ দোয়া সমূহ অধ্যায় তওবা ও ইস্তিগফার অনুচ্ছেদ ৪) তবে তওবার নামে কেউ প্রতারণা করলে আল্লাহ তার ব্যবস্থা নিবেন তিনি কিয়ামতের দিন মানুষের হৃদয় ও কর্ম উভয়টিরদিকে দৃষ্টিদিবেন (মুসলিম হা/২৫৬৪ ; মিশকাত হা/৫৩১৪ রিক্বাক্ব অধ্যায় রিয়া অনুচ্ছেদ ৫)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন