প্রশ্নঃ বারবার তওবা করে বারবার গুনাহে লিপ্ত হলে তওবা কবুল হবে কি ?
উত্তরঃ বারবার তওবা করেও যদি কেউ একই গুনাহে জড়িত হয় তাহলে মনে করতে হবে যে , তার তওবা শর্ত মাফিক হচ্ছে না । এর পরেও তওবার দরজা আল্লাহ খুলে রেখেছেন । বান্দা যতই গোনাহ করুক অনুতপ্ত হয়ে পুনরায় সেই পাপ করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করবেন । রাসূলুল্লাহ (সাঃ) বলেন , ‘আল্লাহ তার বান্দার তওবা কবুল করেন তার মৃত্যু লক্ষণ প্রকাশ পাওয়া পর্য্ ন্ত’ (তিরমিযী , ইবনু মাজাহ , মিশকাত হা/২৩৪৩ ‘দোয়া সমূহ’ অধ্যায় ‘তওবা ও ইস্তিগফার’ অনুচ্ছেদ ৪) । তবে তওবার নামে কেউ প্রতারণা করলে আল্লাহ তার ব্যবস্থা নিবেন । তিনি কিয়ামতের দিন মানুষের হৃদয় ও কর্ম উভয়টির দিকে দৃষ্টি দিবেন (মুসলিম হা/২৫৬৪ ; মিশকাত হা/৫৩১৪ ‘রিক্বাক্ব’ অধ্যায় ‘রিয়া’ অনুচ্ছেদ ৫) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন