প্রশ্নঃ মসজিদে প্রবেশ করে প্রথমে কোন সালাত আদায় করব ? ‘তাহিয়াতুল ওজু’ না ‘দুখুলুল মসজিদ’ ?
উত্তরঃ যে সালাতের জন্য মসজিদে প্রবেশ করা হয়েছে সেই সালাতের সুন্নাত থাকলে সেই সুন্নাত পড়তে হবে । আর সেই সালাতের সুন্নাত না থাকলে দুখুলুল মসজিদ দু’রাক‘আত সালাত আদায় করবে ( মুত্তাফাক্ব আলাইহ , মিশকাত হা/৭০৪ ; ফাতাওয়া আরকানিল ইসলাম , পৃ-৩৫৮ ) । তারপর সময় পেলে তাহিয়াতুল ওজু পড়তে পারে । অবশ্য এই তাহিয়াতুল ওজু শুধু সালাতের সাথে সংশ্লিষ্ট নয় । যখন ওজু করবে তখনই পড়তে পারবে ( তিরমিযী , মিশকাত হা/১৩২৬ , সনদ সহীহ ) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন