রবিবার, ২৩ জানুয়ারী, ২০১১

মসজিদে প্রবেশ করে প্রথমে কোন সালাত আদায় করব ?


প্রশ্নঃ       মসজিদে প্রবেশ করে প্রথমে কোন সালাত আদায় করব ? তাহিয়াতুল ওজুনা দুখুলুল মসজিদ?

উত্তরঃ            যে সালাতের জন্য মসজিদে প্রবেশ করা হয়েছে সেই সালাতের সুন্নাত থাকলে সেই সুন্নাত পড়তে হবে আর সেই সালাতের সুন্নাত না থাকলে দুখুলুল মসজিদ দুরাকআত সালাত আদায় করবে ( মুত্তাফাক্ব আলাইহ , মিশকাত হা/৭০৪ ; ফাতাওয়া আরকানিল ইসলাম , পৃ-৩৫৮ ) তারপর সময় পেলে তাহিয়াতুল ওজু পড়তে পারে অবশ্য এই তাহিয়াতুল ওজু শুধু সালাতের সাথে সংশ্লিষ্ট নয় যখন ওজু করবে তখনই পড়তে পারবে ( তিরমিযী , মিশকাত হা/১৩২৬ , সনদ সহীহ )  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন