সোমবার, ৩১ জানুয়ারী, ২০১১

‘যে ব্যক্তি রোগাক্রান্ত হয়ে মারা যাবে


প্রশ্নঃ       অসুস্থ ব্যক্তিকে দেখতে এস জনৈক বুজুর্গ বলেন ,যে ব্যক্তি রোগাক্রান্ত হয়ে মারা যাবে সে শহীদ হয়ে যাবে , কবরের শাস্তি থেকে মুক্তি পাবে এবং সকাল-সন্ধা তাকে জান্নাতের রিজিক দেয়া হবে উক্ত হাদীসের সনদ সম্পর্কে জানতে চাই ?

উত্তরঃ      বর্ণনাটি জাল(যঈফ ইবনে মাজাহ হা/১৬৫১ ; সিলসিলাহ যঈফাহ হা/৪৬৬১)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন