প্রশ্নঃ প্রতিদিন সূরা ইখলাছ ২০০ বার পড়লে ৫০ বছরের পাপ ক্ষমা হয়ে যায় । শুধু ঋণ মাফ হয় না । হাদিছটি কি সহীহ ?
উত্তরঃ উক্ত মর্মে বর্ণিত হাদিছটি যঈফ ( তিরমিযী হা/২৮৯৮ ; সিলসিলাহ যঈফাহ হা/৩০০ ; মিশকাত হা/২১৫৮ ) । তবে সূরা ইখলাছ পাঠের অনন্য ফযীলত রয়েছে । যেমন – রাসূল ( ছাঃ ) বলেন , সূরা ইখলাছ একবার পড়লে এক তৃতীয়াংশ কুরআন পাঠের সমান নেকী পাওয়া যায় ( মুসলিম , মিশকাত হা/২১২৭ ‘কুরআনের ফাযায়েল’ অধ্যায়) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন