প্রশ্ন : আমার পিতা বৃদ্ধ মানুষ। সর্বদা
অসৎ কর্মকান্ডে জড়িয়ে থাকে এবং প্রচুর অর্থ নষ্ট করে। আমরা তাকে সৎ পথে ফিরে আসার কথা
বললেই বিভিন্নভাবে অভিশাপ দেয়। এমতাবস্থায় আমাদের করণীয় কী?
উত্তর : অসৎ কাজ
করতে থাকলে সর্বদা নছীহত করতে হবে এবং তার হেদায়াতের জন্য আল্লাহর নিকট দো‘আ করতে হবে।
তবে নরম ভাষায় তাকে উপদেশ দিতে হবে। কারণ আল্লাহ্ হেদায়াত না করলে যবরদস্তি করে কাউকে
হেদায়াত করা সম্ভব নয় (বাক্বারাহ্
২৭২; ক্বাছাছ ৫৬)। এছাড়া তার সাথে সদাচরণ করতে হবে। কোন প্রকার মর্যাদাহানিকর
ব্যবহার করা যাবে না (ইসরা ৩৩)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন