শনিবার, ২৬ মার্চ, ২০১১

মুক্তাদী ছালাতের মধ্যে কোন সূরা, দো‘আ


প্রশ্ন : মুক্তাদী ছালাতের মধ্যে কোন সূরা, দোআ কিংবা কোন কিছু সরবে বলতে পারবে কি?

উত্তর: জেহরী ছালাতে
আমীন ব্যতীত ছালাতের ক্বিরাআত, তাসবীহ-তাহলীল, যিকর-আযকার সবকিছুই নীরবে বলতে হবে। সুন্নাত হল মুছল্লী ছালাতের মধ্যে তার প্রতিপালকের সাথে চুপে চুপে কথা বলবে (বুখারী, মুসলিম, মিশকাত হা/৭৪৬; আহমাদ, মিশকাত হা/৮৫৬)। উল্লেখ্য, জনৈক ছাহাবী রুকূ থেকে উঠে সরবে দোআ পড়েছিলেন। অত্র হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, তিনি একাই সরবে পড়েছিলেন, অন্য  কোন ছাহাবী পড়েননি। তার পরে কোন ছাহাবী সরবে পড়েছেন তারও প্রমাণ পাওয়া যায় না (বুখারী, মিশকাত হা/৮৭৭)। আর হাদীছে যে ফযীলতের কথা বলা হয়েছে তা দোআর ফযীলত। সরবে পড়ার ফযীলত নয়। অতএব রুকূর পরের দোআটিও নীরবে পড়া উত্তম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন