শুক্রবার, ২৫ মার্চ, ২০১১

ছবিযুক্ত পরিচয়পত্র ও টাকা


প্রশ্ন : ছবিযুক্ত পরিচয়পত্র ও টাকা সঙ্গে নিয়ে ছালাত আদায় করা যাবে কি?

উত্তর: পকেটে টাকা বা পরিচয় পত্র থাকলে ছালাতের কোন ক্ষতি হবে না।
  কেননা সেটা চোখে দেখা যায় না। একদা রাসূলুল্লাহ (ছা:) আয়েশা (রা:)-কে বললেন, তুমি এ চাদরটি আমার সামনে থেকে সরিয়ে নাও। এর ছবি আমার ছালাতের একাগ্রতা নষ্ট করে (বুখারী, মিশকাত হা/৭৫৮)। কাপড়ে ছবি থাকলে অথবা খোলা স্থানে টাকা বা ছবি থাকলে ছালাত হবে না (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪৪৯৩)। কারণ যেখানে ছবি থাকে সেখানে ফেরেশতা প্রবেশ করে না (বুখারী, মুসলিম, মিশকাত হা/৪৪৮৯)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন