মঙ্গলবার, ১ মার্চ, ২০১১

আযান দিয়ে ছালাত


প্রশ্ন : মাঠে-ময়দানে, বনে-জঙ্গলে, রেলগাড়ী ও উড়োজাহাযে সর্বত্র উচ্চৈ:স্বরে আযান দিয়ে ছালাত আদায় করতে হবে কি?

উত্তর: আযান দিয়ে ছালাত আদায় করতে রাসূলুল্লাহ (ছা:) বলেছেন, যখন ছালাতের সময়ে উপস্থিত হবে তখন তোমাদের কেউ যেন আযান দেয় এবং তোমাদের মধ্যের বড় ব্যক্তি যেন ইমামতি করে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৬৮৩)। দুইজন ব্যক্তি সফরে গেলেও তাদের রাসূলুল্লাহ (ছা:) আযান দেয়ার নির্দেশ দিতেন (বুখারী, মিশকাত ৬৮২)। এছাড়া পাহাড়ের চূড়ায় ছাগলের রাখাল কর্তৃক একাকী আযান দিয়ে ছালাত আদায় করার ব্যাপারে ফযীলত বর্ণিত হয়েছে (আবুদাঊদ, মিশকাত হা/৬৬৫)। অতএব প্রেক্ষিত বিবেচনায় সর্বদা আযান দেওয়া যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন