শুক্রবার, ২৫ মার্চ, ২০১১

মাসবূক মুছল্লী ইমামের এক সালামের পর দাঁড়াবে না দুই সালামের পর দাঁড়াবে?


প্রশ্ন : মাসবূক মুছল্লী ইমামের এক সালামের পর দাঁড়াবে না দুই সালামের পর দাঁড়াবে?

উত্তর: দুই সালামের পরে মাসবূক দাঁড়াবে। কারণ ইমামের দু
সালাম পর্যন্ত মুক্তাদীকে ইমামের অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ (ছা:) বলেন, নিশ্চয়ই ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণ করার জন্য (বুখারী, মুসলিম, মিশকাত হা/১১৩৯; হাইআতু কিবারিল ওলামা ১/২১৮ পৃ:)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন