সোমবার, ২১ মার্চ, ২০১১

এক্ষণে এই স্বর্ণের যাকাত দিতে হবে কি?


প্রশ্ন : আমার ৬ ভরি স্বর্ণ আছে। আমি টাকার যাকাত নিয়মিত দিই। কিন্তু কোনদিন স্বর্ণের যাকাত দিইনি। এক্ষণে এই স্বর্ণের যাকাত দিতে হবে কি?

উত্তর: ৬ ভরি স্বর্ণের যাকাত দিতে হবে না। কারণ স্বর্ণের নিছাব হচ্ছে বিশ মিছক্বাল বা সাড়ে সাত ভরি (দারাকুৎনী, ইরওয়াউল গালীল হা/৮১৫)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন