বুধবার, ২৩ মার্চ, ২০১১

মহিলারা পাঁচ ওয়াক্ত ছালাত মসজিদে গিয়ে আদায় করতে পারবে কি?


প্রশ্ন : মহিলারা পাঁচ ওয়াক্ত ছালাত মসজিদে গিয়ে আদায় করতে পারবে কি?


উত্তর: পারবে (বুখারী, মুসলিম, মিশকাত হা/১০৫৯)। তবে তাদের জন্য বাড়ীতে ছালাত আদায় করা উত্তম (আবুদাঊদ, মিশকাত হা/১০৬২ ও ১০৬৯)। জুমআর ছালাতে তাদের জন্য মসজিদে যাওয়া ভাল। রাসূলুল্লাহ (ছা:) বলেন, তোমরা মহিলাদের মসজিদে যেতে নিষেধ কর না (মুসলিম, মিশকাত হা/১০৮২)। তবে মহিলাদের জন্য ঈদের মাঠে যাওয়া যরূরী (বুখারী, মুসলিম, মিশকাত হা/১৪৩১)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন