প্রশ্ন : রাসূলুল্লাহ (ছা:) কোন্ ধাতুর আংটি পরতেন এবং কোন্ হাতে পরতেন? পুরুষরা অষ্টধাতুর আংটি ব্যবহার করতে পারবে কি?
উত্তর: রাসূলুল্লাহ (ছা:) অষ্টধাতুর আংটি বা উপকার করতে পারে এমন কোন আংটি পরিধান করেননি। কোন উপকার করবে অথবা অপকার প্রতিরোধ করতে পারবে এই বিশ্বাস করে ধাতুর আংটি, বালা বা অন্য কিছু ব্যবহার করা শিরক (তিরমিযী, মিশকাত হা/৪৫৫৬; ছহীহ তিরমিযী হা/২০৭২)। রাসূলুল্লাহ (ছা:) কখনো ডান হাতে আবার কখনো বাম হাতে আংটি পরিধান করেছেন (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪৩৮৮; আলবানী, মুখতাছার শামাইল, পৃ: ৬২)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন