মঙ্গলবার, ১ মার্চ, ২০১১

কুরবানীর পশু কোন্ দিকে কাত করে এবং কোন্ দিকে মাথা রেখে যবেহ করতে হবে?


প্রশ্ন : কুরবানীর পশু কোন্ দিকে কাত করে এবং কোন্ দিকে মাথা রেখে যবেহ করতে হবে?

উত্তর: মাথা দক্ষিণ দিকে রেখে বাম কাতে ফেলে যবহ করবে। তখন যবহকারী ক্বিবলামুখী হবে (সুবুলুস সালাম ৪/১৭৭ পৃ:; মিরআত ২/৩৫১)। উল্লেখ্য, এ সময় ক্বিবলামুখী হওয়া ও ক্বিবলামুখী করা যরূরী নয়। তবে ক্বিবলামুখী হয়ে এবং পশুকে ক্বিবলামুখী করে যবেহ্ করা উত্তম। আব্দুল্লাহ্ ইবনু ওমর (রা:) ক্বিবলামুখী হয়ে যবেহ্ করাকে পসন্দ করতেন। তার থেকে আরো বর্ণিত হয়েছে যে, তিনি ক্বিবলামুখী না করে যবেহ্ করা পশুর গোশত খাওয়াকে অপসন্দ করতেন (আলবানী, মানাসিকুল হাজ্জ্ব ওয়াল উমরাহ্, পৃ: ৩৪)। অতএব বিষয়টি কেবল উত্তম আর অনুত্তমের ব্যাপার। যদি যরূরী হত তাহলে অবশ্যই রাসূলুল্লাহ (ছা:) স্পষ্ট করে বলে যেতেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন