বুধবার, ২৩ মার্চ, ২০১১

এতে কি আমি গোনাহগার হব?


প্রশ্ন: : আমি জনৈক ব্যক্তির কর্মচারী। তিনি আমাকে কিছু যাকাতের টাকা দেন এলাকায় বণ্টন করার জন্য। কিন্তু আমি নিজেকে এ সম্পদের হক্বদার মনে করে আমার জন্য কিছু রেখে দেই। এতে কি আমি গোনাহগার হব?

উত্তর: মালিককে না জানিয়ে নেওয়ার কারণে গোনাহগার হ
তে হবে। এটা খেয়ানত। রাসূলুল্লাহ (ছা:) বলেন, আমি তোমাদের যাকে কোন দায়িত্ব দিয়েছি সে যদি সুঁচ পরিমাণ বা তার চেয়ে কম কিছু গোপন করে তাহলে তা খেয়ানত হবে। সে তা নিয়ে ক্বিয়ামতের মাঠে উপস্থিত হবে (মুসলিম, মিশকাত হা/১৭৮০)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন