প্রশ্ন : আমরা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র এক সাথে থাকি। অনেকে ছালাত আদায় করে না; বরং অশ্লীল কাজের সাথে জড়িত। তাদের সাথে থাকা যাবে কি?
উত্তর: নিরুপায় অবস্থায় এক সাথে থাকা যাবে। তবে তাদেরকে আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করার জন্য এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার উপদেশ দিতে হবে। আল্লাহ বলেন, ‘তোমরা ভাল কাজে আদেশ কর এবং মন্দ কাজের নিষেধ কর’ (আলে ইমরান ১১০)। রাসূলুল্লাহ (ছা:) বলেন, ‘ভাল সাথী ও মন্দ সাথী কামার ও আতর ওয়ালার মত’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৫০১০)। অতএব সর্বদা সৎসংসর্গে থাকার চেষ্টা করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন