সোমবার, ২১ মার্চ, ২০১১

আমাদের এলাকার একজন ভদ্র হিন্দু শিক্ষক মারা গেলে


প্রশ্ন : আমাদের এলাকার একজন ভদ্র হিন্দু শিক্ষক মারা গেলে হিন্দু-মুসলিম সবাই মিলে তাঁকে দাফন করে। এ ব্যাপারে শরীআতের সিদ্ধান্ত জানিয়ে বাধিত করবেন।

উত্তর: কোন অমুসলিমকে দাফন করার কেউ না থাকলে মুসলিমগণ তাকে দাফন করতে পারে। আলী (রা:) নবী করীম (ছা:)-কে বলেন, আপনার পথভ্রষ্ট চাচা মারা গেছেন। নবী করীম (ছা:) বললেন, তুমি তাকে নিয়ে গিয়ে মাটিতে ঢেকে দাও (আবুদাঊদ, নাসাঈ, ইরওয়া হা/৭১৭)। তবে মুসলিম ব্যক্তির জন্য স্বেচ্ছায় সেখানে না যাওয়াই ভাল। কারণ জানাযা ও কাফন-দাফনের বিষয়টি শুধু এক মুসলিম অপর মুসলিমের প্রতি হক রাখেন (নাসাঈ, মিশকাত হা/৪৬৩০ সালাম অনুচ্ছেদ)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন