বুধবার, ২৩ মার্চ, ২০১১

একথা কি সত্য?


প্রশ্ন : গান-বাজনা শুনতে পেলে নবী করীম (ছা:) কানে আংগুল দিতেন। একথা কি সত্য?

উত্তর: উক্ত কথা সত্য। নাফে (রা:) বলেন, একদা ইবনু ওমর বাজনা শুনে দুকানে আঙ্গুল দিলেন এবং রাস্তা থেকে দূরে সরে গেলেন। অত:পর আমাকে বললেন, নাফে তুমি কিছু শুনতে পাচ্ছ কি? আমি বললাম না। তখন তিনি আঙ্গুল কান থেকে সরালেন। অত:পর বললেন, আমি রাসূলুল্লাহ (ছা:)-এর সাথে ছিলাম। তিনি অনুরূপ করেছিলেন (আবুদাঊদ হা/৪৯২৪; মিশকাত হা/৪৮১১, সনদ হাসান)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন