রবিবার, ২০ মার্চ, ২০১১

কোনটি সঠিক?


প্রশ্ন: : আমরা জানি পবিত্র কুরআনের আয়াত সংখ্যা ৬,৬৬৬টি। কিন্তু ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত কুরআন মজীদের আয়াত সংখ্যা ৬,২৩৬টি। কোনটি সঠিক?

উত্তর: কুরআনের মোট আয়াত সংখ্যা কত সে সম্পর্কে কোন নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যায় না। এ জন্য আয়াত সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে মতভেদ রয়েছে। কেউ হয়ত কোন এক আয়াতকে দুআয়াত হিসাবে গণনা করেছেন আবার কেউ এক আয়াত হিসাবে গণ্য করেছেন। আয়াতের সংখ্যা যায় হোক আসল কথা হচ্ছে কুরআনের কোন অংশ বাদ না পড়া। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত কুরআনে যা উল্লেখ করা হয়েছে তা সঠিক। সঊদী আরবের মদীনা ছাপাখানা থেকে প্রকাশিত কুরআনেও ৬২৩৬ টি আয়াত উল্লেখ করা হয়েছে। মূলত: কেউ কোন এক সময়ে ৬,৬৬৬টি আয়াতের কথা বলেছিলেন তাই হয়ত সমাজে কথাটি চালু হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন