মঙ্গলবার, ১ মার্চ, ২০১১

উক্ত বক্তব্যের সত্যতা জানিয়ে বাধিত করবেন।


প্রশ্ন: : জনৈক খত্বীব বলেছেন, ফরয ছালাতের জন্য আল্লাহুম্মা বাইদ বায়নী এবং নফল ছালাতের জন্য সুবহা-নাকা আল্লাহুম্মা... ছানা পড়তে হবে। তিনি আরো বলেন, ফরয ছালাতের ছানা নফল ছালাতে এবং নফলের ছানা ফরয ছালাতে পড়া যাবে না। উক্ত বক্তব্যের সত্যতা জানিয়ে বাধিত করবেন।

উত্তর: উক্ত বক্তব্য সঠিক নয়। বরং রাসূলুল্লাহ (ছা:) বাইদ বায়নী (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৮১২) ও সুবহানাকা... দুটিই পড়েছেন (আবুদাঊদ, তিরমিযী, মিশকাত হা/৮১৫)। দ্বিতীয়টির সনদে কিছু বিতর্ক রয়েছে। রাসূলুল্লাহ (ছা:) রাতের নফল ছালাতে সুবহা-নাকা... পাঠ করেছেন (ছহীহ্ আবুদাঊদ হা/৭৭৫)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন