শনিবার, ২৬ মার্চ, ২০১১

মৃতব্যক্তির সম্পদের কত অংশ স্ত্রী এবং পূত্র কন্যারা পাবে ?


প্রশ্নঃ      মৃতব্যক্তির সম্পদের কত অংশ স্ত্রী এবং পূত্র কন্যারা পাবে  ?

উত্তরঃ      মৃতের কোন সন্তান না থাকলে স্ত্রী পাবেন এক-চতুর্থাংশ । আর সন্তান থাকলে আট ভাগের এক ভাগ পাবেন । অবশিষ্ট সম্পদে একজন পুত্র দুজন কন্যার সমান অংশ পাবে । আর যদি দুইয়ের অধিক শুধু কন্যা সন্তান থাকে তাহলে তারা দুই-তৃতীয়াংশ পাবে । যদি একজন কন্যা সন্তান থাকে তাহলে সে পাবে অর্ধেক সম্পত্তি (নিসা : ১১-১২ ) 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন