সোমবার, ২১ মার্চ, ২০১১

‘আমার পূর্বে এমন এক যুবককে নবী হিসাবে পাঠানো হয়েছে


প্রশ্ন : আর-রাহীকুল মাখতূম গ্রন্থের ২৬৭ পৃ: বলা হয়েছে, আমার পূর্বে এমন এক যুবককে নবী হিসাবে পাঠানো হয়েছে যার উম্মতের সংখ্যা আমার উম্মতের তুলনায় অধিক হবে। এখানে যুবক বলে কোন নবীকে বুঝানো হয়েছে?

উত্তর: উক্ত অনুবাদটি ভুল হয়েছে। বক্তব্যটি মূলত: মূসা (আ:)-এর। মেরাজের সময় ৬ষ্ঠ আসমানে শেষনবীর সঙ্গে সাক্ষাতের পর তিনি কেঁদে বলেছিলেন, আমার পরে এমন একজন ছেলেকে নবী করে পাঠানো হবে যার উম্মত আমার উম্মত অপেক্ষা অধিক সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে ... (আর-রাহীকুল মাখতূম, ১৩৮ (আরবী); বুখারী, হা/৩৮৮৭; মিশকাত হা/৫৮৬২)। উক্ত নবী হলেন শেষনবী মুহাম্মাদ (ছা:)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন