সোমবার, ২১ মার্চ, ২০১১

জুম‘আর ছালাতের রুকূ পেলে রাক‘আত হবে কি?


প্রশ্ন : জুমআর ছালাতের রুকূ পেলে রাকআত হবে কি?

উত্তর: জুমআর ছালাতের শেষ রাকআতের রুকূ পেলে রাকআত হবে। আর রুকূ না পেলে চার রাকআত যোহরের ছালাত আদায় করবে। আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রা:) বলেন, আপনি জুমআর এক রাকআত পেলে অপর রাকআত মিলিয়ে নিন। তবে রুকূ না পেলে চার রাকআত পড়ুন (বায়হাক্বী, ইরওয়া হা/৬২১)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন