প্রশ্ন : পিতার পাপ ছেলের উপর বর্তাবে কি?
উত্তর: পিতার পাপ ছেলের উপর বর্তাবে না। আল্লাহ তা‘আলা বলেন, মানুষ যা কর্ম করে তার ফল তার উপর বর্তায়। একজনের পাপের বোঝা অন্য জনের উপর বর্তাবে না’ (আন‘আম ১৬৪)। আল্লাহ অন্যত্র বলেন, প্রত্যেক মানুষ তার কর্মের সাথে আবদ্ধ (মুদ্দাছছির ৩৮)। তবে ছেলের উচিত পিতার ত্রুটি সংশোধন করা। যেমন ইবরাহীম (আ:) তাঁর মুশরিক পিতাকে সংশোধনের জন্য সাধ্যমত চেষ্টা করেছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন