বুধবার, ২৫ জানুয়ারী, ২০১২

মদ পানকারীর ৪০ দিনের ছালাত কবুল হয় না।


প্রশ্ন  : মদ পানকারীর ৪০ দিনের ছালাত কবুল হয় না। তাহলে যারা গুল, জর্দা আলাপাতা, তামাক, বিড়ি, সিগারেট ইত্যাদি খায় তাদেরও কি একই হুকুম? আমাদের দেশের প্রায় আলেমই জর্দা, গুল খেয়ে থাকে এবং অধিকাংশ জনগণ ধূমপান করে থাকে। তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত হবে?

উত্তর : মদ পানকারীর ৪০ দিনের ছালাত কবুল হয় না-এমনটি নয়। বরং তার ছালাত ত্রুটিযুক্ত হয় (
بُخِسَتْ صَلاَتُهُ) (আবুদাঊদ হা/৩৬৮০)। প্রশ্নে উল্লেখিত সব বস্তুই মাদক দ্রব্য এবং  তা  অপবিত্র  বস্তু (الخَبَائِث) হিসাবে হারামের অন্তর্ভুক্ত (আরাফ ৭/১৫৭; আবুদাঊদ হা/৩৬৭৪)। তবে এগুলোর হুকুম সরাসরি মদপানকারীর হুকুমের মত নয়। কেননা কুফর, শিরক, বিদআত ইত্যাদির ন্যায় উক্ত মাদকদ্রব্যসমূহেরও প্রকারভেদে হুকুমের স্তরভেদ রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন