রবিবার, ২০ মার্চ, ২০১১

এভাবে টাকা ধার দিয়ে লাভ নেয়া কি শরী‘আত সম্মত?


প্রশ্ন : জনৈক ব্যক্তি তার এক নিকটাত্মীয়কে আশি হাযার টাকা ঋণ দেয় এই শর্তে যে, সে বছরে ২০ বস্তা করে ধান দিবে। যার ন্যূনতম বাজার মূল্য ৭/৮ হাযার টাকা। এভাবে টাকা ধার দিয়ে লাভ নেয়া কি শরীআত সম্মত?

উত্তর: এভাবে শর্তযুক্ত ধার দিয়ে লভ্যাংশ গ্রহণ করা যুলুমের অন্তর্ভুক্ত। এটা ব্যবসার মধ্যে পড়ে না। আর ঋণ গ্রহীতা সন্তুষ্টিতে এরূপ বিনিময় প্রদান করে না, বরং নিরূপায় হয়ে করে থাকে। এরূপ করা শারীআত সম্মত নয় (নিসা ২৯)। উবাই ইবনু কাব, আব্দুল্লাহ ইবনু মাসঊদ, আব্দুল্লাহ ইবনু আববাস প্রমুখ ছাহাবী ঋণের বিনিময়ে লাভ নেওয়াকে অপসন্দ করতেন (বায়হাক্বী ৫/৩৫০; ইরওয়া হা/১৩৯৭)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন