বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১২

একদিন খলীফা ওমর (রাঃ) খুৎবা প্রদানকালে একদল কাফের


প্রশ্ন  : জনৈক আলেম বলেন, একদিন খলীফা ওমর (রাঃ) খুৎবা প্রদানকালে একদল কাফের এসে তাকে ৩টি প্রশ্ন করল। (ক) কোন জায়গায় সুর্যের আলো কেবল একবার পড়েছে আর কোনদিন পড়েনি। (খ) ৭জন শিশু তিনদিন বয়সে কথা বলেছে। তারা কারা (গ) একই মায়ের সন্তান জমজ দুই ভাই, একইদিনে জন্ম নেন ও একই দিনে মারা যান। কিন্তু তাদের মৃত্যুর পার্থক্য ১০০ বছর। উক্ত ঘটনা কি সঠিক?

উত্তর : উক্ত ঘটনার কোন সত্যতা পাওয়া যায় না।
  তবে ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, ৩জন শিশু সন্তান মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছেন। (১) ঈসা (আঃ) (২) জুরায়েজকে অপবাদ প্রদানকারী মহিলার ব্যভিচারের সন্তান (বুখারী হা/৩৪৩৬)। (৩) আছহাবুল উখদূদের এক মহিলার সন্তান (মুসলিম হা/৩০০৫)। এছাড়া ইউসুফ (আঃ)-এর শিশু সাক্ষী ও ফেরাউনের সাক্ষী ইবনু মাশেত্বাহ কথা বলেছিল মর্মে যে কথা প্রচলিত আছে, তার সনদ যঈফ (যঈফুল জামে হা/৪৭৫৯)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন