রবিবার, ২৯ জানুয়ারী, ২০১২

নারী উন্নয়নের জন্য প্রণীত নারী নীতিমালা


প্রশ্ন : নারী উন্নয়নের জন্য প্রণীত নারী নীতিমালা কি শরীআত সম্মত? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

উত্তর : সরকারের গত মার্চ
১১-তে প্রণীত নারী উন্নয়ন নীতিমালা শরীআতের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। নারী অধিকার সংরক্ষণের নামে উক্ত নীতিমালা প্রণয়ন করা হলেও এর দ্বারা নারীদেরকে আরো হুমকির মুখে ফেলা হয়েছে। বিগত চার দলীয় জোট সরকারের নারী নির্যাতন বিরোধী আইন যেমন পুরুষ নির্যাতনের হাতিয়ারে পরিণত হয়েছে, বর্তমান মহাজোট সরকারের নারী উন্নয়ন নীতি মালা তেমনি বুমেরাং হয়ে নারী নির্যাতনের হাতিয়ারে পরিণত হবে। এর দ্বারা নারীকে পুরুষের প্রতিদ্বন্দ্বী বানানো হয়েছে। যা কখনোই নারীর মর্যাদা রক্ষায় সহায়ক হবে না। বরং আরও ক্ষতির কারণ হবে। অথচ ইসলাম নারী ও পুরুষের জন্য যে সুষম নীতিমালা দিয়েছে, তাই হল বিশ্বমানবতার জন্য চিরন্তন কল্যাণময় নীতিমালা। তার বাইরে গেলে বিপর্যয় নিশ্চিত (বিস্তারিত জানার জন্য দেখুন : সম্পাদকীয় এপ্রিল ১১)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন