রবিবার, ১ জানুয়ারী, ২০১২

আগে অছিয়ত পালন করতে হবে না সম্পদ বণ্টন করবে?


প্রশ্ন  : পিতা ছেলেকে তার পক্ষ থেকে হজ্জ করার জন্য অছিয়ত করে গেলে আগে অছিয়ত পালন করতে হবে না সম্পদ বণ্টন করবে?

উত্তর : আগে পিতার অছিয়ত পালন করবে, তারপর সম্পদ বণ্টন করবে। আল্লাহ তা`আলা প্রথমে অছিয়ত বাস্তবায়ন ও কর্য পরিশোধের আদেশ দিয়েছেন (নিসা ১১-১২)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন