বুধবার, ২৫ জানুয়ারী, ২০১২

মুক্তাদীগণ সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে পারবে কি?


প্রশ্ন  : যোহর ও আছর ছালাতের শেষ দুই রাকআতে মুক্তাদীগণ সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে পারবে কি? দলীল ভিত্তিক জওয়াবদানে বাধিত করবেন।

উত্তর : সাধারণ নিয়ম হ
ল- মুছল্লী যোহর ও আছরের ছালাতে ইমাম-মুক্তাদী সকলে সূরায়ে ফাতিহাসহ অন্য সূরা পড়বে এবং ৩য় ও ৪র্থ রাকআতে কেবল সূরায়ে ফাতিহা পড়বে। আবু ক্বাতাদাহ (রাঃ) হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (ছাঃ) যোহরের প্রথম দুরাকআতে সূরায়ে ফাতিহা ও অন্য দুটি সূরা পড়তেন এবং শেষের দুরাকআতে কেবল সূরায়ে ফাতিহা পড়তেন। কখনো কখনো আমরা আয়াত শুনতে পেতাম (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৮২৮)। অবশ্য শেষের দুরাকআতেও কোন কোন ছাহাবী সূরা মিলাতেন বলে জানা যায় (মুওয়াত্ত্বা, মিরআত ১/৬০০ পৃঃ; ঐ ৩/১৩১ পৃঃ; ছালাতুর রাসূল (ছাঃ) পৃঃ ৮৪-৮৫)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন