রবিবার, ২৯ জানুয়ারী, ২০১২

সূরা ইখলাছ একবার পড়লে পবিত্র কুরআন একবার


প্রশ্ন  : সূরা ইখলাছ একবার পড়লে পবিত্র কুরআন একবার খতম করার ছওয়াব পাওয়া যায়। উক্ত মর্মে ছহীহ হাদীছ আছে কি? সূরা ইখলাছের ফযীলত সম্পর্কে জানতে চাই।

উত্তর : উক্ত মর্মে কোন ছহীহ হাদীছ পাওয়া যায় না। তবে সূরা ইখলাছ একবার পড়লে কুরআনের এক তৃতীয়াংশ পড়ার সমান ছওয়াব হবে মর্মে ছহীহ হাদীছে বর্ণিত হয়েছে (বুখারী হা/৫০১৩; মিশকাত হা/২১২৭)। এছাড়া যে ব্যক্তি দশবার সূরা ইখলাছ পাঠ করবে আল্লাহ্ তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন (আহমাদ, সিলসিলা ছহীহাহ হা/৫৮৯; ছহীহুল জামে
হা/৬৪৭২)। যে ব্যক্তি সূরা ইখলাছকে পসন্দ করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে (তিরমিযী হা/১৯০১; মিশকাত হা/২১৩০)। এর তাৎপর্য হল তাওহীদকে সঠিকভাবে বুঝা ও সে অনুযায়ী আমল করা। উল্লেখ্য যে, সূরা ইখলাছ সম্পর্কে বহু বানোয়াট ও যঈফ হাদীছ বর্ণিত হয়েছে (তিরমিযী, মিশকাত হা/২১৫৮-৫৯)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন