সোমবার, ২৩ জানুয়ারী, ২০১২

যারা ছালাত আদায় করে না তাদেরকে ১৫ প্রকারের শাস্তি


প্রশ্ন  : তাবলীগী নেছাবে বলা হয়েছে, যারা ছালাত আদায় করে না তাদেরকে ১৫ প্রকারের শাস্তি দেওয়া হবে। উক্ত কথার দলীল জানিয়ে বাধিত করবেন।

উত্তর : উক্ত মর্মে কোন প্রমাণ পাওয়া যায় না। তবে ইচ্ছাকৃতভাবে ছালাত অস্বীকারকারী ব্যক্তি কাফির ও জাহান্নামী। কিন্তু যে ব্যক্তি ঈমান রাখে, অথচ অলসতা ও ব্যস্ততার অজুহাতে ছালাত তরক করে,
এমন মুসলমানরা কর্মগত কাফির হলেও বিশ্বাসগত কাফির নয়। বরং খালেছ অন্তরে পাঠ করা কালেমার বরকতে এবং কবীরা গোনাহগারদের জন্য শেষনবী (ছাঃ)-এর শাফাআতের ফলে জাহান্নামের শাস্তি ভোগের পর এক সময় তারা জান্নাতে প্রবেশ করবে (ছালাতুর রাসূল (ছাঃ), পৃঃ ২৯;   মুত্তাফাক্ব আলাইহ, মুসলিম, মিশকাত হা/৫৫৭৩-৭৪)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন