রবিবার, ১ জানুয়ারী, ২০১২

জনৈক ব্যক্তি খুবই আমলদার ছিলেন।


প্রশ্ন  : জনৈক ব্যক্তি খুবই আমলদার ছিলেন। তিনি মারা যাওয়াতে অনেকে কষ্টও পেয়েছেন। কিন্তু তিনি ছিলেন একজন গোঁড়া বিদআতী। তার কোন আমল কাজে আসবে কি?

উত্তর : কোন ব্যক্তির আমল যদি ছহীহ সুন্নাহ মোতাবেক না হয়, তাহ
লে তা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। `সেটাকে সুন্দর আমল মনে করলেও ঐব্যক্তি ক্ষতিগ্রস্ত আমলকারীদের অন্তর্ভুক্ত হবে (কাহফ ১০৩-৪)। রাসূল (ছাঃ) বলেছেন, কেউ যদি এমন কোন আমল করে, যার নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই, তা প্রত্যাখ্যাত (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১৪০)। অতএব বিদআতীর কোন আমল পরকালে কাজে লাগবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন