বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১২

বিবাহের মোহরানা বাকী রাখা হচ্ছে। অথচ সেই বিবাহে


প্রশ্ন  : বর্তমানে দেখা যাচ্ছে, বিবাহের মোহরানা বাকী রাখা হচ্ছে। অথচ সেই বিবাহে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে এবং অমুসলিমদের মত ঢাক-ঢোল পিটিয়ে গান-বাজনা করে প্রচুর অর্থ অপচয় করা হচ্ছে । এর হুকুম কী?

উত্তর : বিবাহের জন্য নবী করীম (ছাঃ) যে সামর্থ্যের কথা বলেছেন, সেটা মূলতঃ মোহর ও ভরণ-পোষণের সামর্থ্য (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩০৮০; মিরক্বাত ৬/১৮৬)। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত যাপূরণ করা আবশ্যক (বুখারী, মুসলিম, বুলূগুল মারাম হা/৯৮৯)। সুতরাং মোহরানা বাকী রেখে বিবাহ উপলক্ষে কোনরূপ ব্যয়বহুল অনুষ্ঠান করা নাজায়েয। আর ঢাকঢোল বাজিয়ে গান-বাজনা করা এবং নারী-পুরুষের সমাবেশ ও রং-তামাশা করা তো সম্পূর্ণ হারাম (লোকমান ৬)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন