মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১২

বিদ’আতে হাসানাহ ও বিদ’আতে সাইয়েআহ


প্রশ্ন  : যারা বিদআতকে বিদআতে হাসানাহ ও বিদআতে সাইয়েআহ বলে দুভাগে ভাগ করেছে, তাদের পরিণাম কী হবে?

উত্তর : বিদ
আতকে ভাগ করার কোন অবকাশ নেই। সব বিদআতের পরিণতি জাহান্নাম। জাবির (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, নিশ্চয় সবচেয়ে সত্য বাণী হচ্ছে আল্লাহর বাণী। আর সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে রাসূল (ছাঃ)-এর আদর্শ। আমল সমূহের নিকৃষ্ট আমল হচ্ছে শরীআতে নবোদ্ভূত আমল। প্রত্যেক নতুন আমলই বিদআত। প্রত্যেক নতুন আমল ভ্রান্ত। আর ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম (মুসলিম, মিশকাত হা/১৪১; নাসাঈ হা/১৫৭৯)। স্মর্তব্য যে, বিদআত হল ইবাদতের মধ্যে নবাবিষ্কৃত কোন পদ্ধতি, যার ব্যাপারে শরীআতের কোন দলীল নেই (কিতাবুল ইতিছাম, ১/২১ পৃঃ)। সে পদ্ধতি হাসানাহ হোক, আর সাইয়েআহ হোক, তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১৪০)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন