শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১২

বিতর ছালাতে দো‘আ কূনূত পড়তে ভুলে গেলে


প্রশ্ন  : বিতর ছালাতে দোআ কূনূত পড়তে ভুলে গেলে সহো সিজদা দিতে হবে কি?

উত্তর : দো
আ কুনূত পড়তে ভুলে গেলে সহো সিজদা দিতে হবে না। কারণ সহো সিজদা কেবল ছালাতের কোন ওয়াজিব হুকুম ছাড়া পড়লে দিতে হয় (মিরআত ৩/৩৯৩ পৃঃ; ফাতাওয়া লাজনা দায়েমাহ নং-১১০৭১ ৭/১২৬০ পৃঃ)। আর বিতর ছালাতে দোআ কুনূত পড়া মুস্তাহাব, ওয়াজিব নয় (মিরআত ৪/২৮৩ পৃঃ; আবূদাঊদ হা/১৪২৫; তিরমিযী হা/৪৬৪)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন