শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১২

ইমাম ও মুক্তাদী এক সঙ্গে সমান্তরাল কাতার করে


প্রশ্ন  : ইমাম ও মুক্তাদী এক সঙ্গে সমান্তরাল কাতার করে স্থায়ীভাবে ছালাত আদায় করতে পারবে কি?
 
উত্তর : জামা
আতে ছালাত আদায়ের সুন্নাতী তরীকা হল, ইমাম আগে ও মুক্তাদী পিছনে দাঁড়াবে। জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) বলেন, আমি একদিন রাসূল (ছাঃ)-এর সাথে ডান পার্শ্বে দাঁড়িয়ে জামাআতে ছালাত আদায় করছিলাম। পরবর্তীতে জাবের বিন সাখার এসে বাম পার্শ্বে দাঁড়ালে তিনি উভয়কে হাত ধরে পিছনে দাঁড় করিয়ে দিলেন (মুসলিম, মিশকাত হা/১১০৭)। তবে ওযর বশতঃ একই সঙ্গে সমান্তরাল দাঁড়িয়ে ছালাত আদায় করা যায়। আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) তাঁর বাড়িতে আলক্বামা ও আসওয়াদকে নিয়ে ছালাত আদায় করলেন এবং তিনি উভয়ের মাঝখানে দাঁড়ালেন (নাসাঈ হা/১০২৯)। তবে স্থায়ীভাবে এটা করা সুন্নাত বিরোধী কাজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন