বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১২

কোন অমুসলিম ব্যক্তির জন্য মুসলিম হওয়ার আগে


প্রশ্ন  : কোন অমুসলিম ব্যক্তির জন্য মুসলিম হওয়ার আগে কিছু করণীয় আছে কি? কী কাজ করলে সে মুসলিম হতে পারবে?

উত্তর : ইসলাম গ্রহণের নিয়তে শুধু কালেমা শাহাদাত পাঠ করলে মুসলিম হয়ে যাবে। অর্থাৎ
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ পাঠ করবে। কালেমা শাহাদাত পাঠের পূর্বে কিছু করার নেই। তবে ইয়ামামাহর নেতা ছুমামাহ্ ইবনু আছাল কালেমা পাঠের আগে গোসল করেছিলেন (বুখারী হা/৪৬২; মিশকাত হা/৩৯৬৪ জিহাদ অধ্যায় বন্দীদের হুকুম অনুচ্ছেদ-৫)। ক্বায়েস বিন আছেমকে কালেমা পাঠের পর রাসূল (ছাঃ) গোসল করার নির্দেশ দিয়েছিলেন (তিরমিযী হা/৬০৫; মিশকাত হা/৫৪৩)। ইসলাম গ্রহণের পরে গোসল করাকে সেকারণ কিছু বিদ্বান মুস্তাহাব বলেছেন (&ঐ; মির‘আত ২/২৪০-৪১)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন