রবিবার, ১৫ জানুয়ারী, ২০১২

যে ব্যক্তি মসজিদে দুনিয়াবী কথা বলবে


প্রশ্নঃ : যে ব্যক্তি মসজিদে দুনিয়াবী কথা বলবে তার ৪০ বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। উক্ত হাদীছের সত্যতা সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।

উত্তর : উক্ত মর্মে বর্ণিত হাদীছটি জাল (তাযকিরাতুল মাওযূআত, আবুল ফযল আল-মাক্বদেসী, ৩৯ পৃঃ, হা/৪০)। তবে মসজিদে দুনিয়াবী বাজে কথা বলা যাবে না। কেননা ওমর (রাঃ) মসজিদে উচ্চৈঃস্বরে দুনিয়াবী অযথা আলোচনায় ব্যস্ত দুজন ব্যক্তিকে বললেন তোমরা বাইরের লোক না হয়ে মদীনার লোক হলে আমি তোমাদের শাস্তি দিতাম (বুখারী, মিশকাত হা/৭৪৪, মিরআত ২/৪৫৭ পৃঃ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন