মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১২

দশ বছর বা পাঁচ বছরের আগাম চুক্তিতে আম গাছের পাতা বিক্রি করা


প্রশ্ন  : দশ বছর বা পাঁচ বছরের আগাম চুক্তিতে আম গাছের পাতা বিক্রি করা হচ্ছে। কোথাও মুকুল বিক্রি করা হচ্ছে। উক্ত পদ্ধতিতে আম বাগান বিক্রি করা কি বৈধ? অনেকে এভাবে আম বিক্রি করে হজ্জে যাচ্ছেন। তার হুকুম কি হবে?

উত্তর : ফল খাওয়ার উপযোগী না হওয়া  পর্যন্ত ফলদার গাছের ফল ক্রয়-বিক্রয় নিষিদ্ধ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২৮৩৯)। কারণ এতে ধোঁকায় পড়ার সম্ভাবনা রয়েছে এবং এটি সম্পদের মালিকানা অর্জনের পূর্বেই তা বিক্রি করার আওতাভুক্ত। পাতা কেনা বা মুকুল কেনা সবই এই নিষেধের অন্তর্ভুক্ত।
হালাল উপার্জন যেহেতু ইবাদত কবুলের অন্যতম শর্ত (বাক্বারাহ ১৬৮), তাই হারাম পন্থায় উপার্জন করে সেই টাকা দিয়ে হজ্জ করলে হজ্জ কবুল হবে না (মুসলিম, মিশকাত হা/২৭৬০)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন