বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১২

শরী‘আতে জামা‘আতবদ্ধ জীবন-যাপনের গুরুত্ব কতটুকু?


প্রশ্ন  : শরীআতে জামাআতবদ্ধ জীবন-যাপনের গুরুত্ব কতটুকু? ইসলামী নেতৃত্ব কিভাবে গঠিত হবে।

উত্তর : আল্লাহ রাববুল আলামীন সৃষ্টিজগতের প্রতিটি সৃষ্টির মাঝেই সমাজবদ্ধ জীবনের সহজাত প্রবণতা সৃষ্টি করে দিয়েছেন। আর পবিত্র কুরআনেও তিনি মুসলিম উম্মাহকে হাবলুল্লাহর মূলে ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশ দিয়েছেন (আলে ইমরান ১০৩)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
তোমাদের উপর জামাআতবদ্ধ থাকা ফরয করা হল এবং বিচ্ছিন্ন থাকা নিষিদ্ধ করা হল। কেননা শয়তান একক ব্যক্তির সাথে থাকে এবং সে দুজন থেকে দূরে থাকে। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায়, সে যেন জামাআতবদ্ধ থাকাকে অপরিহার্য করে নেয় (তিরমিযী হা/২১৬৫)। তিনি বলেন, জামাআতের উপর আল্লাহর হাত থাকে (তিরমিযী হা/২১৬৬; মিশকাত হা/১৭৩)। ইসলামী নেতৃত্ব গড়ে উঠবে কেবল বিশুদ্ধ আক্বীদা ও আমলের ভিত্তিতে। যেখানে পরামর্শ বৈঠকের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হবে, যেভাবে খুলাফায়ে রাশেদীন নির্বাচিত হয়েছিলেন (মুসলিম হা/৪৮১৮; বিস্তারিত দ্রঃ ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব প্রণীত ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন বই)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন