সোমবার, ২৩ জানুয়ারী, ২০১২

মাসবূকের সামনে সুতরা রেখে কেউ চলে আসতে পারে কি?


প্রশ্ন  : মাসবূকের সামনে সুতরা রেখে কেউ চলে আসতে পারে কি? যেমনটি বর্তমানে শহরের মসজিদগুলোতে দেখা যাচ্ছে।

উত্তর : বর্ণিত নিয়মের কোন দৃষ্টান্ত পাওয়া যায় না। বরং ছালাত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করাই হাদীছ সম্মত। কারণ হাদীছে এসেছে, যদি মুছল্লীর সামনে দিয়ে অতিক্রমকারী জানত যে, এটা তার জন্য কত বড় অপরাধ, তাহ
লে সে অতিক্রম করার চেয়ে দাঁড়িয়ে থাকাকে উত্তম মনে করত (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৭৭৬)। তবে যদি মুছল্লীর অবস্থান দূরে থাকে, সেক্ষেত্রে সুতরা না থাকলেও মুছল্লীর সিজদার স্থান থেকে একটি বকরী যাবার দূরত্ব রেখে অথবা তিন হাত দূর থেকে অতিক্রম করলে দোষ নেই (বুখারী, আহমাদ, মুসলিম, ছিফাত পৃঃ ৬২)। তবে অপেক্ষা করাই উত্তম। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন