সোমবার, ৯ জানুয়ারী, ২০১২

আমাদের চল্লিশ বছরের পুরানো মসজিদে


প্রশ্ন  : আমাদের চল্লিশ বছরের পুরানো মসজিদে এখন মুছল্লী ধরে না। কিন্তু মসজিদ বড় করার মত জায়গাও সেখানে নেই। এমতাবস্থায় উক্ত মসজিদের জায়গা বিক্রি করে অথবা বদল করে অন্যত্র মসজিদ তৈরী করা যাবে কি?

উত্তর : উক্ত মসজিদ স্থানান্তর করা যাবে। কুফার মসজিদে রক্ষিত বায়তুল মাল চুরি হওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে মাস
ঊদ (রাঃ) এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য খলীফা ওমর (রাঃ)-এর নিকট একটি পত্র লিখেন। তখন ওমর (রাঃ) মসজিদ অন্যত্র স্থানান্তর করার নির্দেশ দেন। এরপর  উক্ত স্থানকে খেজুরের বাজারে পরিণত করা হয় (ফাতাওয়া ইবনে তায়মিয়াহ ৩১/২১৬-২০; ফিক্বহুস সুন্নাহ ৩/৩১২-১৩)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন